মার্চ ২৩, ২০২৩ ২:২৩ বিকাল



গাইবান্ধায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যসহ আটক ১৪

গাইবান্ধায় কিশোর গ্যাংয়ের সদস্য সজিব মণ্ডল (২০) ও রাকিবুল ইসলামসহ (১৯) ১৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) সকালে আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি মোস্তাফিজার রহমান।

তিনি জানান, রবিবার (২০ অক্টোবর) রাত ১২টার দিকে সাদুল্লাপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়। এছাড়াও গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। সজিব মণ্ডল সাদুল্লাপুর থানার চক দুর্গাপুর গ্রামের শামসুল হক মণ্ডলের ছেলে। রাকিবুল ইসলাম পলাশবাড়ী থানার উদয়সাগর গ্রামের সাজু মিয়ার ছেলে। পরে তাদরে ভ্রাম্যমাণ আদালত হাজির করলে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে সাত দিনের কারাদণ্ড এবং ১২ জুয়াড়ির প্রত্যেককে অর্থদণ্ড করে আদালত।



Comments are closed.

      আরও নিউজ