রিপন মিয়া, ফুলছড়ি প্রতিনিধিঃ
মহান বিজয় দিবসে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি গ্রহণ করা হয়। সূর্যদ্বয়ের সময় স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড,উপজেলা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ কাওসার আলী, এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ সহ নেতৃবৃন্দ,তাঁতীলীগ,ছাত্রলীগ,
স্বেচ্ছাসেবকলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অ্ঙ্গসংঠন, জাতীয়পার্টি, বিএনপি, জাসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকেও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আজ সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধার ফুলছড়ি হেলিপোর্ট মাঠে জার্কজমকপূর্ণ অনুষ্ঠিকতায় কুচকাওয়াজে সালাম গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি জি এম সেলিম পারভেজ,উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, উপজেলা পুলিশের অফিসার ইনচার্জ কাওসার আলী ও বীরমুক্তিযোদ্ধা গধ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরি,পুরুষ ভাইস চেয়ারম্যান হুকুম আলী,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ্য ডিসপ্লে প্রর্দশণ, খেলাধুলার পুরস্কার বিতরণ করেন।
মহান বিজয় দিবস উপলক্ষ্য আলোচনা সভায় উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সংবর্ধণা দেওয়া হয়।
এদিকে দিবসটি যথযোগ্য মর্যাদায় উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়ছে।উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ইউনিয়ন পরিষদের আয়োজনে পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে।