মার্চ ২৩, ২০২৩ ১:২৭ বিকাল



গাইবান্ধার তিনটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • রিপন ইসলাম,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ

    গাইবান্ধার তিনটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

    সোমবার (১১ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির, সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ, গাইবান্ধা পৌর সভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ ও গাইবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ।

    জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, ‘গাইবান্ধা সদর, ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হবে। আগামী বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এই সভার পূর্বে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপর একটি সভা অনুষ্ঠিত হয়।



Comments are closed.

      আরও নিউজ