রিপন ইসলাম,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে একটি বাড়ির গোয়াল ঘরে আগুন লাগার খবর পাওয়া গেছে।
সরেজমিনে পরিদর্শন এ গিয়ে দেখা যায়, গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড় বাড়ি সংলগ্ন এলাকার জনৈক আবুল হোসেনের বাড়ির গোয়াল ঘড় ভস্মীভূত হয়ে গেছে। এসময় আগুনে পোড়া ছয়টি গরু বাড়ির বিভিন্নদিকে পড়ে থাকতে দেখা যায়।
উক্ত গোয়াল ঘরের মালিক আবুল হোসেন বলেন, গতকাল রাতে খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়ি। পড়ে রাত আনুমানিক ২ টার দিকে আমার গোয়াল ঘরে আগুন লাগে তখন আমি দ্রুত উঠে গোয়াল ঘরের দিকে গিয়ে গরু বের করার চেষ্টা করি কিন্তু একটি গরু ও উদ্ধার করতে পারি নাই। এই ঘটনায় আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি পুষিয়ে উঠার সামর্থ আমার নাই। আমি একেবারে দেউলিয়া হয়ে গেলাম। তবে আগুন লাগার কারন কি বা কি ভাবে আগুন লেগেছে তা জানাতে পারে নাই।