নিজস্ব প্রতিবেদকঃকুড়িগ্রাম জেলার রৌমারী থানার একটি চৌকস টিম আজ ১৯ মার্চ ২০২৪ দুপুর আনুমানিক ১৩.১০ ঘটিকার সময় রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের নলবাড়ী পুড়ারচর গ্রাম থেকে মাদক পরিবহনের সময় খেরুয়ারচর গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ সাইফুল ইসলাম (৪০)’কে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।