বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

 গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি মজিদ’কে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃকুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী মিয়াপাড়া এলাকা থেকে মধ্য যতিন্দ্রনারায়ণ (সন্ত্রার পাড়) গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আব্দুল মজিদ (৪০)’কে বাইসাইকেলে মাদক পরিবহনের সময় ০৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

সম্পর্কিত