এবার গরিব-দুঃখীদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। কারোনা ভাইরাসকে দেশকে বাঁচাতে ২০০ পরিবারকে এক সপ্তাহের খাবার দিয়ে সাহায্য করলেন মোসাদ্দেক। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে মোসাদ্দেক হোসেন সৈকত জানান, “দেশ আজ করোনা ভাইরাস বা Covid-19 এ স্তব্ধ হয়ে গেছে। গত কয়েক যুগে প্রিয় মাতৃভূমির এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখে নি৷
১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মত মানুষ রয়েছে যারা অসহায়, গরীব দুঃস্থ। দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়। দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সব চাইতে বেশি বিপদে। নেই কোনো আয়, রোজগার, তাই পেটেও নেই খাবার। এই মূহুর্তে তাদের পাশে দাড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব।
তার ই অংশ হিসেবে আজ ময়মনসিংহের অসহায় দুঃস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যমান মনে হচ্ছে।
আসুন আমরা সবাই মিলে দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাড়াই