সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গণ উন্নয়ন কেন্দ্র মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উলিপুর শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ১৩ মে সকাল ১১ ঘটিকায় গণ উন্নয়ন কেন্দ্রে উলিপুর শাখা অফিস ( মাইক্রোফাইন্যান্স কর্মসূচি) উদ্বোধন হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জোনাল ম্যানেজার রফিকুল ইসলামের উপস্থাপনায়
উদ্বোধক হিসেবে উলিপুর শাখা অফিস উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রথিন্দ্রনাথ পান্ডে।
এছাড়াও উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বাংলাদেশ আওয়ামীলীগ উলিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আহসান হাবিব রানা।
উলিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কমিশনার মো: আনিছুর রহমান।
সাবেক ভাইস চেয়ারম্যান ও ফাতেমা (রাঃ) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাফিজ আলহাজ্ব রুহুল আমিন।
অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার খন্দকার মোঃ শফিকুল ইসলাম।
চিলমারী গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ হায়দার আলী।
গণ উন্নয়ন কেন্দ্রের হেড অফ মাইক্রোফেনান্স মোঃ তৌহিদুল ইসলাম প্রধান।
গণ উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আনিছুর রহমান।
এছাড়াও গণ উন্নয়ন কেন্দ্রের এরিয়া ম্যানেজার সহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রোগ্রাম ম্যানেজার মোঃ আনিছুর রহমান গণ উন্নয়ন কেন্দ্রের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। তিনি বলেন গণ উন্নয়ন কেন্দ্র ১৯৮৫ সাল থেকে শুরু হয়ে দেশের বিভিন্ন জেলা/উপজেলায় ৬০ টি কেন্দ্র পরিচালনা করে আসছেন। তার ধারাবাহিকতায় আজকে ৬১ তম উলিপুর শাখা অফিস উদ্বোধন করা হলো।
গণ উন্নয়ন কেন্দ্র শুরু থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে আসছেন এবং ২০০৮ সালে মাইক্রোফাইন্যান্স (এমআরএ) সনদের অনুমতি পেয়েছে এবং তখন থেকে সামাজিক কার্যক্রম এর পাশাপাশি ঋণ কার্যক্রম পরিচালনা করেন।

সম্পর্কিত