গঙ্গাচড়া প্রতিনিধিঃ রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ এগিয়ে চলেছে, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোন বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান কবীর সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, মর্ণেয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মর্ণেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, মর্ণেয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন আলী মাগুর প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে এমপি সকালে উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব কাগজিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন।