সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

খরখরিয়া ১নং সরকারী প্রাথামিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছাত্রীদের বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: খরখরিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ সেশনে প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষে ২৯ জন ছাত্র ছাত্রীরা ফাইনাল উত্তীর্ণ হন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রীদের অভিভাবক, প্রধান শিক্ষক জনাব শাহা আলম, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, সামছুল হক বিএসসি কারিগরি এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল, মোঃ আখতারুজ্জামান আসিফ, উপস্থাপক- হ্যালো কুড়িগ্রাম, হামার ২০গ্রাম, এবং অন্যান্য শিক্ষকগনসহ প্রমুখ। বিদায়ী ছাত্র ছাত্রীদের উপদেশ মূলক বক্তব্য দেন, জনাব শাহা আলম, তিনি বলেন, তোমরা তোমাদের জীবনের শিক্ষা জীবন শুরু হয়েছে, তোমরা যেখানেই শিক্ষা গ্রহণ করো, সেটা হবে অবশ্যয় জ্ঞান অর্জন করার জন্য, শিক্ষকদের সম্মান করাটা যেনো আজ দিন দিন চলে যাচ্ছে, তাই তোমাদেরকে বলব, যিনি তোমাদের ভাষা শিক্ষা দিয়েছেন, অক্ষর জ্ঞান দিয়েছেন তাদের প্রতি থাকবে আজীবন সম্মান ও শ্রদ্ধা, মানুষের পাশে থাকার প্রত্যয়ে, দেশ পরিচালনা করার উদ্দেশ্য, ন্যায়ের জন্য, অন্যায়কে প্রতিহত করার জন্য, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা, মা বাবাকেও সম্মান করবে, পাশাপাশি নিজে মানুষ হও এবং ভালো মানুষ তৈরি করো। এই প্রত্যাশায় সকলের আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।

সম্পর্কিত