সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী সুরাইয়া আশরাফের স্বপ্ন পড়া লেখা শেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। অনেকদিন আগেই তার বাবা মারা গেছে। তিনবোনের মধ্যে দ্বিতীয় সুরাইয়া আশরাফ মেধাবী হওয়ায় শিক্ষাবৃত্তি এবং আত্মিয়স্বজনের সহযোগীতায় পড়ালেখা চালিয়ে আসছে। পড়ালেখা শেষ করে ভালো চাকরি নিয়ে তার মাকে সেবা করবে পাশাপাশি আর্থিক স্বচ্ছলতার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু মরণব্যাধি ক্যান্সার সুরাইয়া আশরাফের সেই যাত্রা পথের প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তবে অসুস্থতার বাঁধা ডিঙিয়ে বাঁচতে চায় সুরাইয়া আশরাফ।
সুরাইয়া আশরাফ কুষ্টিয়া শহরের নতুন কোর্টপাড়া এলাকার মৃত আশরাফ আলীর মেয়ে। সুরাইয়া আশরাফ ছোট থাকতেই তার বাবা মারা যান। তার মা খুব কষ্ট করে তাকে পড়ালেখা শিখিয়ে আসছে। মেধাবী হওয়ায় সুরাইয়া আশরাফ শিক্ষাবৃত্তি কোনরকমে পড়ালেখা চালিয়ে আসছে। মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তাকে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা চলছে। এখন পর্যন্ত কোন রকমে চিকিৎসা সেবা চালিয়ে গেলেও আর্থিক অস্বচ্ছলতার কারণে আর পারছেন না। চিকিৎসকরা জানান, সুরাইয়া আশরাফের চিকিৎসা বাংলাদেশে নেই। তাঁকে বিদেশে তথা ভারত বা সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করাতে হবে। যা ব্যায়বহুল।
রাজশাহী বিশ্ববিদ্যিালয়ের ফিন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী সুরাইয়া আশরাফ। হঠাৎ কিছুদিন আগে অসুস্থ হয়ে যাওয়ায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায় সুরাইয়া আশরাফ ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
সুরাইয়া আশরাফের মা শামীমা আক্তার সাংবাদিকদের বলেন, আমার দ্বিতীয় মেয়ে সুরাইয়া আশরাফ লেখাপড়ায় বেশ মনোযোগী ও মেধাবী।