মার্চ ২৬, ২০২৩ ১২:২৬ সকাল



কোরোনা ভাই মোকাবেলায় পাশে দাঁড়ালো,MOUDI SPORTING CLUB

সমরেশ রায়, কলকাতা প্রতিনিধি
সারদেশ জখন করোনাতে আতংক, লকডাউন চলছে, সবাই গৃহ বন্দী, সেই মুহূর্তে সাহায্যের হাত বাড়াতে এগিয়ে এসেছে অত্যন্ত গ্রামের MOUDI SPORTING CLUB. ,বারুইপুর রোড, ঘাটুর মোড়, কয়েকটি ছেলে উদ্যোগ নিয়ে, প্রায়, ৭০ থেকে ৮০ পরিবারের হাতে মাস্ক চাল, ডাল, আটা তৈল, তুলেদেন,ক্লাবের সামর্থ্য মতো, সাহায্য সহোযোগিতা করেন ক্লাবটির
বাবলু কুমার মণ্ডল, অবনী রায়, সুজিত রায়, কুন্তল হালদার, নবকুমার মন্ডল, সহ বেশ কয়েকজন সদস্যরা।



Comments are closed.

      আরও নিউজ