রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কোন প্রকার ভোগান্তি ছাড়াই ঈদ যাত্রা সুখময় করতে আমাদের আয়োজন রয়েছে রেলপথ মন্ত্রী — জিল্লুল হাকিম

মোঃ নুরুল ইসলাম, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধঃ

রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘গত ঈদের মতো এবারও কোনো প্রকার ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ।ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। যেভাবে ভোগান্তি ছাড়া বাড়ি ফিরছে, আবার ঈদের আনন্দ ভাগাভাগি শেষে এভাবেই কর্মস্থলে ফিরবে।’

শুক্রবার (১৪ জুন) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে জেলা পরিষদের ডাকবাংলাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেছি। স্টেশন থেকে ৩০টি ট্রেন সময় মতো ছেড়ে গেছে। এবার শুধু মানুষ ট্রেনে পৌঁছে দিচ্ছি না, ক্যাটল ট্রেনে গবাদিপশু পরিবহনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে গবাদি পশু নিয়ে ঢাকার হাটগুলোতে যাচ্ছে। আমরা রেল সেবাকে মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিচ্ছি। মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে।’

তিনি বলেন, ‘গোয়ালন্দে চলাচলকারী যেসকল ট্রেন বন্ধ রয়েছে, তা অচিরেই চালুর ব্যবস্থা নেওয়া হবে। আমরা ট্রেনের নতুন ইঞ্জিন ও বগি আনার ব্যবস্থা করছি। প্রধানমন্ত্রী বলেছেন প্রতিটি জেলাকে রেল নের্টওয়ার্কের আওতায় আনতে হবে। এজন্য আমরা কাজ করছি। সকল বন্ধ লাইন চালু হয়েছে, নতুন নতুন লাইন চালু হচ্ছে।’

এরপর রেলমন্ত্রী গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদান করেন।

সম্পর্কিত