রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ADVERTISEMENT

কোক স্টুডিও কনসার্টে গাইবেন জেমস

বিনোদন ডেস্ক:

আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা কনসার্ট। দ্বিতীয় আসরের সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১০ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট। কোক স্টুডিও সিজন-২ এর সব শিল্পী এতে গাইবেন। চমক হিসেবে থাকবেন নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমসসহ আরও কয়েকজন শিল্পী। অতিথি শিল্পী হিসেবে তারা কোক স্টুডিওর সঙ্গে যুক্ত থাকবেন।

তবে, কোক স্টুডিও এখনও আনুষ্ঠানিকভাবে কনসার্টে জেমসের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। তবে, বেশ কয়েকটি সূত্র বলছে যে জেমসকে এই পর্বের পাশাপাশি প্রথম পর্বের কনসার্টে মঞ্চে দেখা যাবে। সূত্র নিশ্চিত করেছে যে কনসার্টের এক সপ্তাহ আগে কোক স্টুডিওর ফেসবুক পেজে তার অংশগ্রহণের ঘোষণা দেওয়া হবে। সেখানে জেমস গাইবেন তার জনপ্রিয় সব গান।

এতে জেমস ছাড়াও গাইবেন অর্ণব-সুনিধি, হামিদা বানু, ইসলাম উদ্দিন পালাকার-প্রীতম, বাপ্পা মজুমদার, মেঘদল, দলছুট, ফুয়াদ লাইভ, ইমন চৌধুরী, অনিমেষ রায় অ্যান্ড ডটার অব কোস্টাল, ফাইরোজ নাফিজা ও শুভেন্দু দাস। কনসার্ট

সম্পর্কিত