রুকুনুজ্জামান-রুকু কুড়িগ্রাম:
মহামারী করোনায় সারা বিশ্ব যখন আতঙ্কিত তখন কর্মহীন হয়ে পড়েছে ৭১% দারিদ্র্য জনগণ নিয়ে বসবাস করা জেলা কুড়িগ্রামের মানুষ।অঘোষিত সারা দেশ লকডাউনের প্রভাব পরেছে খেটে খাওয়া মানুষের উপর,কর্মহীন হয়ে অনাহারে দিনযাপন করছে সাধারণ মানুষ।সরকারের পক্ষ থেকে যে সকল ত্রাণ সামগ্রী বিরতণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য।
আজ বিকাল ৪টায় বাসদের নেতা-কর্মিরা কর্মহীন ও অসহায় মানুষের মাঝে কুড়িগ্রাম শহরস্থ ডাকবাংলা পাড়ার বস্তিবাসিদের জন্যে খাদ্য উপকরণ বিতরণ করেন।বিতরণের পূর্বে সবার জন্য করোনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন ডাঃ মোহাম্মদ রাজু।
এসময় উপস্থিত ছিলেন জেলা বাসদের সমন্বয়ক কমরেড ফুলবর রহমান,জেলা বাসদ নেতা মোনাব্বর হোসেন মিন্টু, আবুল বাশার মন্জু,রুকুনুজ্জামান রুকু,জাহাঙ্গীর আলম,রন্জু,মোসলে,আয়াত,প্রমূখ।