মার্চ ২৪, ২০২৩ ১২:১০ সকাল



কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতৃত্বে শহরে জীবাণুনাশক স্প্রেকরণ

 

জেলা সংবাদদাতা:
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম টুটুলের নেতৃত্বে কুড়িগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থান ও গাড়িতে জীবাণুনাশক স্প্রে করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ ৷
ইতোপূর্বে বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখা থেকে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,লিফলেট ও সাবান বিতরণ করা হয়েছে এবং কুড়িগ্রামের বিভিন্নস্থানে জীবাণুনাশক স্প্রে করেছে।

এ বিষয়ে তৌফিকুল ইসলাম টুটুল বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আমরা কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রতিনিয়ত আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায়,দরিদ্র মানুষকে সচেতন করতে দিনরাত কাজ করছি।আমাদের এই কার্যক্রম করোনা প্রতিহত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।সবার প্রতি আহবান থাকবে,আতঙ্কিত না হয়ে সচেতন হোন।



Comments are closed.

      আরও নিউজ