মার্চ ২৩, ২০২৩ ১:১২ বিকাল



কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উলিপুর উপজেলার মিজানুর রহমান

শাহিনুল ইসলাম লিটনঃ

মোঃ মিজানুর রহমান,পিতাঃমৃত আহাদ আলী, মাতাঃ মোছাঃ আমিনা বেগম।জন্ম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চর বজরা গ্রামে ২১ জুন ১৯৮০ সালে।তিন ভাই,দুই বোনের মধ্যে মিজানুর রহমান বাবা- মায়ের চতুর্থ সন্তান। তার পিতাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।মিজানুর রহমান ২১/০৯/২০১০খ্রি প্রধান শিক্ষক পদে যোগদান করেন।বর্তমানে তিনি সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।তিনি গত ০৮/০২/২০১৭খ্রি সাতদরগাহ সরকারি প্রাথমিম বিদ্যালয়ে যোগদান করেন।শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছেন।বাংলাদেশ বেতার রংপুরের আধুনিক ও পল্লীগীতি গানের তালিকাভুক্ত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করে আসছেন তিনি।এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন প্রাইভেট চ্যানেল গুলোতে সংগীত পরিবেশন করে বেশ সমাদৃত হয়েছেন গুনি এ শিক্ষক। তিনি প্রাথমিক শিক্ষা বিভাগের সংগীত বিষয়ের একজন প্রশিক্ষক। বাংলাদেশ শিল্পকলা একাডেমী উলিপুর শাখার সংগীত প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।একাধারে তিনি একজন কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও যন্ত্রসংগীত শিল্পী। সংগীতের পাশাপাশি তিনি কি-বোর্ড,তবলা,ও দোতরায় বেশ পারদর্শী। ইতোমধ্যেই তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানগুলো বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছে।তার উল্লেখযোগ্য গান গুলোর মধ্যে মাননীয় প্রধান মন্ত্রীর বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড নিয়ে গান “এগিয়ে যাবে শেখ হাসিনার নৌকা ” বর্তমান কুড়িগ্রাম ডি,সি, মহোদয় জনাব সুলতানা পারভীনের লেখা স্বপ্নকুড়ির থিম সং “স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই” ইত্যাদি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেশ সুনাম অর্জন করেছেন। আন্তঃ পি,টি,আই প্রতিযোগিতা ২০১০খ্রি তিনি জাতীয় পর্যায়ে তবলায় তৃতীয় স্থান অর্জন করেন।
“জাতীয় শিক্ষা পদক ২০১৯খ্রি” তিনি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
যে কোন প্রাপ্তি বা স্বীকৃতি কাজের গতিকে আরো বাড়িয়ে দেয়।তাই সবার দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করছেন তিনি, যেন প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতিতে নিজেকে উৎসর্গ করতে পারেন।



Comments are closed.

      আরও নিউজ