মার্চ ২৫, ২০২৩ ১১:৫১ বিকাল



কুড়িগ্রামে ‌‌‘সিঙ্গেল’দের পদযাত্রা, বিক্ষোভ মিছিল

মীর্জা জালাল:

‘দুনিয়ার সিঙ্গেল এক হও, এক হও’ এমন শ্লোগানে কুড়িগ্রামে পদযাত্রা, বিক্ষোভ মিছিল ও সংহতি প্রকাশ করেছে ‍”বাংলাদেশ সিঙ্গেল পরিষদ, কুড়িগ্রাম” নামে একটি সংগঠন।

আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ভ্যালেন্টাইনস ডে-তে বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রামের কৃষ্ণপুর তালতলা থেকে শুরু হয়ে কলেজ মোড়, শাপলা, সদর হাসপাতালের সামনে দিয়ে কাজি অফিস আবার ফিরে এসে এক বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করে। মিছিলে যোগ দিয়েছিলেন বাংলাদেশ সিঙ্গেল পরিষদের উলিপুর, কুড়িগ্রাম, রাজারহাট, নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী এবং কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, ‍”বাংলাদেশ সিঙ্গেল পরিষদ, কুড়িগ্রাম” এর সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি মমিনুর রহমান, ফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা জালাল এবং আহবায়ক মনিরুল ইসলাম।

সভাপতি মাসুদ রানা বলেন, আমরা প্রেমের বিপক্ষে নই কিন্তু প্রেমের নামে অশ্লীলতার বিপক্ষে।



Comments are closed.

      আরও নিউজ