মীর্জা জালাল:
‘দুনিয়ার সিঙ্গেল এক হও, এক হও’ এমন শ্লোগানে কুড়িগ্রামে পদযাত্রা, বিক্ষোভ মিছিল ও সংহতি প্রকাশ করেছে ”বাংলাদেশ সিঙ্গেল পরিষদ, কুড়িগ্রাম” নামে একটি সংগঠন।
আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ভ্যালেন্টাইনস ডে-তে বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রামের কৃষ্ণপুর তালতলা থেকে শুরু হয়ে কলেজ মোড়, শাপলা, সদর হাসপাতালের সামনে দিয়ে কাজি অফিস আবার ফিরে এসে এক বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করে। মিছিলে যোগ দিয়েছিলেন বাংলাদেশ সিঙ্গেল পরিষদের উলিপুর, কুড়িগ্রাম, রাজারহাট, নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী এবং কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, ”বাংলাদেশ সিঙ্গেল পরিষদ, কুড়িগ্রাম” এর সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি মমিনুর রহমান, ফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা জালাল এবং আহবায়ক মনিরুল ইসলাম।
সভাপতি মাসুদ রানা বলেন, আমরা প্রেমের বিপক্ষে নই কিন্তু প্রেমের নামে অশ্লীলতার বিপক্ষে।