জাকির হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আজ থেকে কুড়িগ্রামে শুরু হলো মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা। সোমবার বিকালে শহরের স্টেডিয়াম সংলগ্ন মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিবারের সদস্যগন।
উল্লেখ্য মাস ব্যাপী শিল্প ও পণ্য মেলায় স্থান পেয়েছে অর্ধশতাধিক স্টল। বাহারী ধরণের বস্ত্র ও পণ্যসামগ্রী ছাড়াও মেলায় থাকছে বিভিন্ন মুখ রচক খাবার ও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডস।