কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দারিদ্র বিমোচনে সকল শিশু,তাদের পরিবার ও সমাজের ক্ষমতায়নে সকলে মিলে করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভুরুঙ্গামারীতে বিশ্ব দারিদ্র বিমোচন দিবস -২০১৯ উদযাপন উপলক্ষ্যে পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাতাসংস্থা বিএমজেড ও নেটজ-বাংলাদেশএর অর্থায়নে মহিদেব যুবসমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী পাটেশ্বরী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা এবং পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন কর্মকতার্ মোখলেছুর রহমান। ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহিদেব যুবসমাজ কল্যাণ সংস্থার সুকাল প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল মান্নান,সমাজসেবা অফিসার জামাল উদ্দিন,ইউপি সদস্য খলিলুর রহমান প্রমুখ। উক্ত র্যালী ও আলোচনা সভায় উপজেলার ৭টি ইউনিয়নের সুবিধাভোগী প্রায় ৩ শতাধিক মহিলা সদস্যরা অংশ গ্রহন করে।