শাহিনুল ইসলাম লিটনঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডিএফএ ( ডিপোজিট ফর আখিয়া) উদ্যোগে মানব কল্যাণ ছাত্র সংগঠন-কুড়িগ্রাম এর সার্বিক সহযোগিতায় ত্রান বিতরণ করা হয়েছে।
২০-০৬-২০২২ইং সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলার নুনখাওয়ায় ১১০ জন মানুষের মাঝে শুকনা খাবার বিতরন করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন ডিপোজিট ফর আখিরা এর সদস্যবৃন্দ এবং সার্বিক সহযোগিতায় করেছেন মানব কল্যাণ ছাত্র সংগঠন-কুড়িগ্রাম এর সদস্যবৃন্দ।
উল্লেখ্য ত্রান সামগ্রীর মধ্যে ছিল ফুল প্যাকেজ
১/ চিনি ১ কেজি
২/ কয়েল এক প্যাকেট
৩/ মোমবাতি এক প্যাকেট
৪/ মেচ লাইট ( দিয়াশ লাইট ১ টা)
৫/ ওর স্যালাইন ৭ প্যাকেট
৬/ মুড়ি ১ কেজি
৭/ চিরা দুই কেজি
৮/ বিস্কুট বড় ১ কেজি পরিমান
৯/ খেজুর ৫০০ গ্রাম (হাফ কেজি)
১০/উন্নমানের টর্স লাইট
ও
হাপ প্যাকেজ এর মধ্যে ছিল
১ কেজি চিনি
২ কেজি চিরা
১প্যাকেট টোস