নিউজ ডেক্সঃ
১/১/২০২০ কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর এলাকায় কুড়িগ্রাম-উলিপুর সড়কে পুলিশের একটি জিপ গাড়িতে বালুবাহী একটি ট্রাকটরের ধাক্কায় কুড়িগ্রাম পুলিশের এক সাব ইনস্পেক্টর সহ দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বুধবার (০১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে দুর্গপুর ব্রাক অফিস সংলগ্ন চন্ডিজান ব্রিজের কাছে এ দূর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম পুলিশ সুপার মো.মহিবুল ইসলাম খান এবং সদর থানার অফিসার ইন চার্জ মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের আহত দুই সদস্য হলেন সহকারী পরিদর্শক (এসআই) আজিবর এবং সহকারী পরিদর্শক (এএসআই) মাসুম বিল্লাহ। তারা দুজনই কুড়িগ্রাম পুলিশ লাইন্সের যানবাহন শাখার সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও দূর্ঘটনাস্থলের লোকজন জানায়, বুধবার রাত আটটার দিকে কুড়িগ্রাম শহর থেকে পুলিশ সদস্যবাহী একটি জিপ গাড়ি দুর্গাপুর বাজার পার হয়ে কুড়িগ্রাম চিলমারী সড়কের চন্ডিজান ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকটরের সাথে ধাক্কা লাগে। এতে পুলিশের জিপের সামনের অংশ দুমড়ে গেলে জিপের সামনে থাকা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) আজিবর এবং সহকারী পরিদর্শক (এএসআই) মাসুম বিল্লাহ গুরুতর আহত হন। ঘটনার পরপরই নিকটে থাকা লোকজন আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠায়। ঘটনার পরপরই পুলিশ সুপার মো.মহিবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানায়, আহত এএসআই মাসুম মাসুম বিল্লাহ গাড়ি চালাচ্ছিলেন। আর পুলিশের প্রকৃত গাড়ি চালক পুলিশ সদস্য আক্তার জিপের পেছনে বসা ছিলেন। তিনি অক্ষত আছেন।
দূর্ঘটনা কবলিত জিপ উদ্ধার ও ট্রাকটর জব্দ করা হয়েছে কি না জানতে চাইলে উলিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন,স্থানীয় সংসদ সদস্যের অনুষ্ঠানে থাকায় আমি বিস্তারিত কিছু জানি না। তবে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।