মার্চ ৩১, ২০২৩ ১২:২৫ বিকাল



কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

জাহানুর রহমান খোকন:
কুড়িগ্রামে নানা আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।কুড়িগ্রামে কর্তব্যরত নিহত পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন পুলিশ সুপারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরাও উপস্থিত হয়ে তাদের প্রিয়জনের স্মৃতির উদ্দ্যেশে পুস্পমাল্য অর্ঘ শেষে দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।
দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা পুলিশের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয়।পরে পুলিশ লাইন হলরুমে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, কুড়িগ্রামে ২৭জন নিহত পুলিশ সদস্য পরিবারের মধ্যে ২১টি পরিবারের লোকজন আমাদের সাথে এবং ৬টি পরিবার ঢাকায় মেমোরিয়াল ডে অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রিয়জনের স্মৃতির উদ্দ্যেশে কথা বলেন। এই অনুষ্ঠান পুলিশ পরিবারের মধ্যে পারিবারিক বন্ধনের অনুষ্ঠান। যারা দেশ মাতৃকার শান্তি বজায় রাখার জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদমর্যাদা) মেনহাজুল আলম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।



Comments are closed.

      আরও নিউজ