হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে : ১৮-১১-১৯
কুড়িগ্রাম রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী চাকিরপশার নদী দখলমুক্তকরণ, উজানের জলাবন্ধতা নিরসন, জেলে ও সাধারণ মানুষের জন্য নদী উম্মুক্তকরণ, নদী খনন, ইজারা বাতিল, সেতুবিহীন সড়কে সেতু স্থাপনসহ নানা দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার সকালে চাকিরপশার পাঠানহাট নামক স্থানে চাকিরপশার সুরক্ষা কমিটি রিভারাইন পিপল ও গণকমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
রাজারহাট উপজেলা রেল নৌ ও গণ যোগাযোগ কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ, চাকিরপশার নদী রক্ষা কমিটির আহবায়ক খন্দকার আরিফ, সদস্য সচিব তারেক আহমেদ, সংগঠক গজেন্দ্র নাথ রায়, ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল ওয়াহেদ মাষ্টার, স্থানীয় বাসিন্দা লিপি বেগম, সিরাজুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী চাকিরপশার নদীর শতশত একর জমি কতিপয় প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দখল ও পাড় দিয়ে পুকুর তৈরী করে নিজেরা মাছ চাষ করে আসছেন। অবৈধ দখলের ফলে নদীটি সংকুচিত হয়ে মাত্র ১৬৫একর জমির ক্ষুদ্র বিলে পরিণত হয়েছে। ফলে পানি প্রবাহ বাধাগ্রস্থ হওয়ায় নদীর চারপাশে সাধারণ কৃষক ফসল চাষাবাদ করতে পারছেন না। অসংখ্য জেলে পরিবারসহ নদীর পাড়ের বাসিন্দাদের মাছ ধরা বন্ধ হওয়ায় মানবেতর জীবনযাপন করছে বলে উল্লেখ করা হয়। #