কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী, কিশোর-কিশোরী, অভিভাবক, স্টেকহোল্ডার ও জনপ্রতিনিধিদেরকে নিয়ে দুর্যোগে জরুরী মূহুর্তে প্রস্তুতি বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে সংলাপের উদ্বোধন করেন সদর ইউএনও মোছা: নিলুফা ইয়াছমিন। ইউনিসেফ’র সহযোগিতায় ও সদর উপজেলা প্রশাসনের ‘কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফোরডি) প্রকল্পের’ মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করে।
নাগরিক সংলাপে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান, সিফোরডি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: ইউনুছ আলী।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, কিশোর-কিশোরী, অভিভাবক, স্টেকহোল্ডার, সংবাদকর্মী ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।