রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামে তিস্তা নদীতে ১০ দিন পর ভেসে উঠল শিশুর লাশ। গত ৬ অক্টোবর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট নামক স্থানে তিস্তা নদীতে ৪০ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনায় এক শিশু ছাড়া সকলকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। কিন্তু ফায়ারসার্ভিস এবং স্থানীয় লোকজনদের আন্তরিক প্রচেষ্টায় ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করতে পারলেও সন্ধান পাওয়া যাচ্ছিলনা ১২ বছর বয়সী মেয়ে জান্নাতি খাতুন আঁখির। বহু অনুসন্ধান করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার সকালে দুর্ঘটনা কবলিত স্থানের পাশেই নদীর স্রোতে ভেসে উঠে নিখোজ শিশুটির লাশ।পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে।