কুড়িগ্রাম প্রতিনিধি –
আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস।কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে মহান শহীদদের শ্রদ্ধা জানাতে কুড়িগ্রাম বিজয় স্তম্ভে পুস্প স্তবক অর্পন করা হয়।
জেলা পুলিশ কুড়িগ্রাম অদ্য সকাল ৬.০০ টায় বিজয়স্তম্ভে মহান স্বাধীনতা দিবস ২০২০ উপলক্ষে শ্রদ্ধান্জলী অর্পন করে। শ্রদ্ধান্জলী অর্পন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম ( পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) । আরও উপস্থিত ছিলেন এএসপি সার্কেল সদর উৎপল রায়,এএসপি ফারজানা হক (শিক্ষা নবিশ) কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজার রহমান সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগন।
২৫ শে মার্চ ভয়াল কালো রাতে প্রথম আক্রমনের শিকার রাজারবাগ পুলিশ লাইন্সের ঘুমন্ত বাঙ্গালী পুলিশ সদস্যরা। সেদিন হানাদার পাকিস্থানীদের বিরুদ্ধে পাল্টা আক্রমন ও প্রতিরোধে প্রথম বুলেটটিও ছিলো বাঙ্গালী পুলিশের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে সবাই স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। দেশের ক্রান্তিলগ্নে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধে বাঙ্গালী পুলিশ সদস্যরাও নিয়মিত অন্যান্য বাহিনী ও মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাধ মিলিয়ে যুদ্ধ করে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের আত্মত্যাগ এ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
স্বাধীনতা যুদ্ধের ৪৯ বৎসর পর এই প্রথম করোনা ভাইরাস মোকাবেলায় স্বাধীনতা দিবসের কর্মসূচীকে সংক্ষিপ্ত আকারে করার সিদ্ধান্ত নেয় সরকার।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, করোনা ভাইরাস এখন বিশ্বময় দূর্যোগে পরিনত হয়েছে । করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকার জনগনকে নিরাপত্তা দিতে যে সকল কার্যক্রম প্রনয়ন করেছে তা বাস্তবায়নে জেলা পুলিশ কুড়িগ্রাম নিরলস কাজ করে চলেছে। মহান স্বাধীনতা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধায় স্মরন পুর্বক মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধান্জলী অর্পন করে অন্যান্য কর্মসূচী সংক্ষিপ্ত করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশ মহান ৭১ এর যুদ্ধের মত করোনা ভাইরাস মোকাবেলা যুদ্ধে জেলা বাসীকে শতভাগ নিরাপত্তা দিতে কাজ করছে এবং এ যুূদ্ধে আমাদের সফল হতে হবে।