কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন পরিষদ হলরুমে সোমবার দুপুরে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষের দায়িত্ব শীর্ষক অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে ডায়ালগ সেশনে বক্তব্য রাখেন বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব, বেলগাছা বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম এনজিও এসোসিয়েশনের প্রতিনিধি নুরুল হাবীব পাভেল, ব্র্যাক জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচির টেকনিক্যাল ম্যানেজার শিরিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক, কাজী, ইমাম, সাংবাদিক, বেনিফিসিয়ারী ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহন করেন। বক্তারা নারীদের প্রতি বিভিন্ন ধরণের সহিংসতা প্রতিরোধে পুরুষদের এগিয়ে আসার আহবান জানান।