জাকির হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
আজ কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে সভাপতি হিসেবে মোঃ জাফর আলী ও সাধারণ সম্পাদক হিসেবে আমান উদ্দিন আহমেদ মঞ্জু নির্বাচিত হয়েছেন।
১২ ডিসেম্বর (বৃহঃস্পতিবার) এই নতুন কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
এদিন দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে সম্মেলনের উদ্ধোধন করেন কেদ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চদ্র সেন এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘‘বিএনপির এখন অপর নাম বাংলাদেশ নালিশ পার্টি। দেশে নালিশ করে, বিদশে নালিশ করে। আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না, বিচারের রায় মানে না। আদালতের উপর চাপ দিতে হট্টগোল-হাঙ্গামা করে রণাঙ্গনে পরিণত করে। এই দলের হাতে দেশ কি নিরাপদ?’’
এরপর বিকেল সাড়ে ৪ টায় কুড়িগ্রাম টাউন হলের শেখ রাসেল মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের প্রস্তাবিত সভাপতি হিসেবে আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, মোঃ জাফর আলী, অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, মোঃ জাকির হোসেন এমপি, নুরনবী চৌধুরী খোকন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ জাফর আলী, আমান উদ্দিন আহমদ মঞ্জু, আসলাম হোসেন সওদাগর এমপি ও অ্যাডভোকেট রুহুল আমিন দুলালের নাম উঠে আসে। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি অন্যান্য নেতারা সহ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এমপি’র সাথে আলাচনা করেন। এরপর তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মোঃ জাফর আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আমান উদ্দিন আহমেদ মঞ্জু’র নাম ঘোষণা করেন। এছাড়াও সাবেক সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলকে জাতীয় পরিষদ সদস্য নির্বাচন করেন। এই তিন সদস্য বিশিষ্ট কমিটি পরবর্তীতে পূণাঙ্গ জেলা কমিটি গঠন করবেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক। অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মীর্জা আজম এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী প্রমুখ। কাউন্সিলের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান টিটু।