এ.এস লিমন,রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:- তাং-০৮-০১-২০২০ইং।
কুড়িগ্রামের রাজারহাটে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় নবীন ও প্রবীন
শিল্পীদের লোকগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ ঘটিকায়
রাজারহাট সরকারি এম.আই কলেজ মাঠে বাংলাদেশ আরডিআরএস-এর আয়োজনে ও পল্লী
কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় নবীন ও প্রবীন শিল্পীদের নিয়ে লোকগান
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আরডিআরএস-এর উর্ধ্বতন
ব্যবস্থাপক মো.মায়নুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা
নিবার্হী অফিসার মোহা:যোবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- রাজারহাট
সরকারি এম.আই কলেজের অধ্যক্ষ মো.সফিকুল ইসলাম রানা, কুড়িগ্রাম শিল্পকলা
একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, বিশিষ্ট ভাওয়াইয়া গবেষক,
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সুরকার ও সংগীত শিল্পী অনন্ত কুমার দেব।