আবদুল্লাহ আল বিন জুবায়ের,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:কুষ্টিয়ার পদ্মার চর থেকে মিলন হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাতভর পদ্মার চরে অভিযান চালিয়ে ঘন কুয়াশার কারনে ঘটনাস্থল খুজে না পাওয়ায় আবার ভোর রাতে অভিযান শুরু করে পুলিশ, পরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে ঐ যুবকের খন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মিলন কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় ভাড়া থাকতেন, তিনি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাহিরমাজি এলাকার মওলা বক্সের ছেলে। এ ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সজীব নামে একজনসহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ। তিনি জানান, মিলন নিখোঁজ হওয়ার বিষয়ে তার স্ত্রী মিমু খাতুন কুষ্টিয়া মডেল থানায় সাধারন ডায়েরী করেন।
জেলার পুলিশ সুপার এ এইচ এম আবদূর রকিব বলেন, ৩১ জানুয়ারি কয়েকজন যুবক মিলনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ১ ফেব্রæয়ারী মিলনের স্ত্রী থানায় নিখোঁজের জিডি করেন। পরে তাকে উদ্ধারে তৎপর হয় পুলিশ। শুক্রবার সাবেক ছাত্রলীগ নেতা সজীব নামে একজনকে আটকের পর লাশের সন্ধান মেলে।