সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক-০১

আবদুল্লাহ আল বিন জুবায়ের,কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার ডিবি পুলিশের অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ মোঃ জাহিদ মন্ডল(৪৫) নামের এক মাদক কারবারি আটক হয়েছে।

আটককৃত জাহিদ মন্ডল রাজবাড়ীর কালুখালীর দক্ষিণ বোয়ালিয়া এলাকার মৃত সামছুল মন্ডল মোংলা, ও মোছাঃ রাবেয়া খাতুনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কুষ্টিয়া ডিবি পুলিশের একটি আভিযানিক দল কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুল হক চৌধুরী পিপিএম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মশিউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুষ্টিয়া সদর থানাধীন বারখাদা সাকিনস্থ ত্রিমোহনী বাইপাস গোল চত্ত্বরের পশ্চিম পার্শ্বে ভেড়ামারা গামী পাকা রাস্তার পাশে তাসিন হোটেল এর সামনে থেকে উল্লেখিত আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আসামীর হেফাজতে থাকা ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় অপর দুইজন আসামী কৌশলে পালিয়ে যায়।

এবিষয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুল হক চৌধুরী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত