কুমিল্লার লাকসামে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সম্মাননা পেল ‘ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন’। মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্তদানসহ সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে লাকসাম উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক এ সম্মাননা দেওয়া হয়।
জাতীয় সমাজসেবা দিবস-২০২০ উপলক্ষে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জিত সেন জিত, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রুবাইয়া ফেরদৌসী ও লাকসাম পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ওমর আলী।
সম্মাননা স্মারক অর্জনের পর ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজের উদ্যোগে লাকসামের সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।