মোঃ রাজু আহমেদ,কুড়িগ্রাম প্রতিনিধি:
যে দুটি দল মুখোমুখি হয়েছে
চৌধুরী পাড়া লায়ন স্পোর্টিং ক্লাব ভিতরবন
বনাম
আয়শা,আরাভি,দোয়ালি পাড়া যাত্রাপুর
উক্ত খেলার ১গোলে জয়লাভ করে। আয়শা আরাভি,দোয়ালি পাড়া যাত্রাপুর
সেই সাথে আগামী রবিবার ২৪/১২/২০২৩ ইং তারিখে যে দুটি দল মুখোমুখি হবে
উলিপুর লাল দল
বনাম
নেওয়ানি ন্যাটো বন্ধু স্পোর্টিং ক্লাব কুড়িগ্রাম
উক্ত খেলায় আপনারা সবান্ধবে আমন্ত্রিত
কুড়িগ্রাম সদর উপজেলার , ঘোগাদহ ইউনিয়ন এর ১নং ওয়াড কুমার পাড়া হারিয়ার দোলার প্রতিবার এই খেলার আয়োজন করা হয়।
বিভিন্ন উপজেলা, ইউনিয়ন গ্রাম থেকে প্রায় ২০থেকে ২৫ হাজার দশক হয় প্রতি খেলার।যা উত্তরবঙ্গের ইতিহাসে প্রথম মানুষের জমায়েত এতো বড় আয়োজন কারীদের অনেক ধন্যবাদ
আয়োজন কারীদের উদ্দেশ্য যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখায় তাদের এই সম্মিলিত পিয়াস। খেলার নামে জুয়া খেলা, মাদকের বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে নিয়ে চলা,খেলার মূল স্লোগান জুয়া খেলা বন্ধ করি ফুটবল খেলা চালু করি। মাদক কে না বলি সুস্থ সুন্দর জীবন গড়ি,
খেলার প্রথম পুরস্কার, একটি গরু
দ্বিতীয় পুরস্কার, একটি ল্যাপটপ
।উক্ত
খেলার প্রধান অতিথিঃজনাব মোঃপনির উদ্দিন আহমেদ, সংসদ সদস্য ২৬ কুড়িগ্রাম ২
বিশেষ অতিথিঃজনাব মোঃশাহ আলম মিয়া সাবেক চেয়ারম্যান, ঘোগাদহ ইউপি
জনাব আলহাজ মোঃসাইদুর রহমান চেয়ারম্যান ভোগডাঙ্গা ইউপি
জনাব মোঃ আলহাজ্ব গফুর চেয়ারম্যান যাত্রাপুর ইউপি
সভাপতিঃ জনাব মোঃ আব্দুল মালেক চেয়ারম্যান ঘোগাদহ ইউপি
সার্বিক সহযোগিতায়ঃমোঃএরশাদুল হক এরশাদ, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঘোগাদহ ইউ পি
মোঃ রাজু আহমেদ সাংবাদিক কুমারপাড়া ঘোগাদহ।
মোঃশাহিনুর আলম কুমার পাড়া ঘোগাদহ
মোঃমাসুদ রানা কুমার পাড়া ঘোগাদহ
মোঃমাইদুল ইসলাম কুমার পাড়া ঘোগাদহ
মোঃসাইদুল ইসলাম কুমার পাড়া ঘোগাদহ
মোঃজাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়
মোঃহারুন অর রশিদ, নিপো ফামা
আয়োজনেঃকেবলের ভিটা কুমারপাড়া যুব সমাজ।