সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন পেলেন বিপ্লব হাসান পলাশ

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন বিপ্লব হাসান পলাশ। রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মনোনয়ন তালিকা প্রকাশ করেছেন ।

বর্তমানে ২৮ কুড়িগ্রাম-৪ (চিলমারী,রৌমারী ও রাজিবপুর) আসন থেকে নির্বাচিত আলহাজ্ব মোঃ জাকির হোসেন এমপি। বর্তমানে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করছেন। এরআগে প্রতিমন্ত্রী জাজির হোসেন ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। সেই স্থানে এবার দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এডভোকেট বিপ্লব হাসান পলাশকে নৌকায় মনোনয়ন দেওয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পরার পর বিভিন্ন মহল থেকে শুভেচ্ছায় ভাসছেন এই আ‘লীগ নেতা । এনিয়ে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনের ভোটারদের মধ্যে আনন্দের জোয়াড় বৈছে। সেই সাথে নির্বাচনী এলাকার মানুষ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এইু সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

জানা গেছে, এডভোকেট বিপ্লব হাসান পলাশ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য।

সম্পর্কিত