সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে আওয়ামী লীগের নেতা-কর্মী ও এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রাম-৪ আসনে (রৌমারী,চিলমারী,রাজিবপুর)সেখানে বর্তমান সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জাকির হোসেনকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে বিপ্লব হাসানকে।অন্যদিকে প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপিকে মনোনয়ন না দেওয়ায় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীসহ, এলাকাবাসী ও সমর্থকরা মঙ্গলবার(২৮ নভেম্বর)সকাল ১০টার দিকে রৌমারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় এই বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ এর মধ্যে রৌমারী ২ ওয়ার্ড সভাপতি নুর ইসলাম, শৌলমারী ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শফিয়ার রহমান শফি,আবুল হাসেম মেম্বার,মহিলা আওয়ামী লীগের নেত্রী মমতাজ বেগম,খালেদা নাহিদ,জেসমিন বেগম,সকিনা খাতুন, নুর আবদীন,আমির হোসেন মেম্বার,রৌমারী এলসিপোর্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর সবুর ফক্কু প্রমুখ।বক্তারা বলেন,প্রতিমন্ত্রী জাকির হোসেন রৌমারী,রাজিবপুর ও চিলমারী উপজেলায় অনেক উন্নয়নমুলক কাজ করেছেন,অনেক কাজ চলমান আছে,রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চালু করেছেন,আগামী দিনে অনেক অসমাপ্ত উন্নয়নমুলক কাজ অব্যাহত রাখার জন্য জাকির হোসেন এমপিকে পুনরায় নৌকা মার্কার মনোনয়ন দেওয়ার দাবী জানান, বক্তারা আরোও বলেন,বিপ্লব হাসানকে নৌকা মার্কার মনোনয়ন দেওয়া হয়েছে তাকে এলাকার মানুষ ভালোভাবে চিনে না।

 

সম্পর্কিত