ডেস্ক রিপোর্টঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৭ কুড়িগ্রাম-৩(উলিপুর) আসনের সাবেক এমপি ডাঃ আক্কাস আলী সরকার। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন তিনি।সাবেক এমপি ডাঃ আক্কাস আলী সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা পদে আছেন। মনোনয়ন পত্র জমা দেয়ার পূর্বে পথসভায় ডাঃ আক্কাস আলী সরকার বলেন,উলিপুরের নদী-ভাঙ্গন, স্বাস্থ্যখাত, রাস্তাঘাটের বেহাল দশা, শিক্ষাখাত সহ বিভিন্ন খাতের উন্নয়ন করবেন। উলিপুর উপজেলার জনগণ যাতে মোটা কাপড় এবং মোটা ভাত পায় সেদিকে গভীর মনোযোগ দিবেন।বিশেষ করে স্বাস্থ্য খাতে তিনি অভূতপূর্ব উন্নয়ন করবে বলে পথসভায় মত ব্যাক্ত করেন।