সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রাম জেলা পুলিশের ০৩ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান

নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মেধাক্রম অনুসারে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত ০৩ জন পুলিশ সদস্যকে অদ্য ১৬ এপ্রিল ২০২৪ তাদের র‍্যাংক ব্যাজ পড়িয়ে দেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

পদোন্নতি প্রাপ্ত সদস্যরা হলেন, এএসআই (সশস্ত্র) মাহফুজা, এএসআই (সশস্ত্র) পলি রানী রায় ও এএসআই (সশস্ত্র) মোঃ রেজু খন্দকার।

পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশের এএসআই (সশস্ত্র) দের অভিনন্দন জানান এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ণ সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, সাহস ও পেশাদারিত্বের সাথে সম্মানিত নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী।

টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।

সম্পর্কিত