সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে ৪৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম ১৪ মে ২০২৪ তারিখ রাত আনুমানিক ০০.৩৫ ঘটিকার সময় নাগেশ্বরী থানাধীন নেওয়াশী ইউনিয়নের বোর্ডেরহাট নেওয়াশীপাড়া থেকে একই এলাকার মাদক কারবারি মোছাঃ মনোয়ারা বেগম (৩৮)’কে ৪৬ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পারিপার্শ্বিক অনেকের তথ্যমতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে তার বাড়িতে এ ব্যবসা চালিয়ে আসছিলেন। পুলিশ অনেকদিন ধরে তাকে নজরদারিতে রাখলে উপযুক্ত স্বাক্ষী প্রমানের অভাবে ধরতে পারেনি। অবশেষে গতকাল উল্লেখিত মাদক সহ হাতে নাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সম্পর্কিত