রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে ২৬২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃকুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৩ মার্চ ২০২৪ দুপুর আনুমানিক ১৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে দিনমজুর সেজে অভিযান পরিচালনা করে রৌমারী উপজেলা পরিষদের সামনে সিএনজি স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি থানাধীন জেলার সুলতানপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ শাহিন মিয়া (২০)’কে ২৬২ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

সম্পর্কিত