রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি
রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে ১২০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃকুড়িগ্রাম জেলার উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৪ ফেব্রুয়ারি ২০২৪ রাত্রি আনুমানিক ২২.৫০ ঘটিকার সময় উলিপুর থানার নামাজেরচর তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রাম থেকে রৌমারী থানার চর বোয়ালমারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ বাবুল আকতার (৩৫)’কে ১২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

সম্পর্কিত