নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৪ জানুয়ারি ২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯.৫৫ ঘটিকার সময় ভূরুঙ্গামারী থানাধীন জয়মনিরহাট বাস স্ট্যান্ড থেকে ভূরুঙ্গামারী হতে কুড়িগ্রাম গামী একটি বাস থেকে ১০ কেজি গাঁজা সহ ভূরুঙ্গামারী থানার ছোট খাটামারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ দেলোয়ার হোসেন তোতা (৩২) এবং রংপুর জেলার কাউনিয়া থানার সাবদী গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসের (২৫) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয়ের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
© ,