নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি, এমপি, সমাজকল্যাণ মমন্ত্রণালয় উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করেন ও ১৯৭৩ সালে কুড়িগ্রামে দেয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণের স্মারক উন্মোচন করেছেন।
একই সাথে আজ ১৮ মে ২০২৪, শনিবার একুশে ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এস এম আব্রাহাম লিংকন এর নাগরিক সংবর্ধণায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।
কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. হামিদুল হক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, লালমনিরহাট-৩ এর মাননীয় সংসদ সদস্য এডভোকেট মতিয়ার রহমান, জাতীয় বিশ্বিবদ্যালয়ের মাননীয় ভিসি ড. মো: মশিউর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, রংপুর পৌরসভার সাবেক মেয়র প্রবীণ রাজনীতিক মোহাম্মদ আফজাল, এ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
এরপর তিনি সমাজসেবা কুড়িগ্রামের আওতাধীন কর্মকর্তা-কর্মচারী ও নিবাসীদের সাথে মতবিনিময় করেন এবং নিবাসীদের সাথে রাতের খাবার গ্রহন করেন।
কুড়িগ্রামে দিনব্যাপী মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয়ের সকল কর্মসূচী, পরিদর্শন ও অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। মাননীয় মন্ত্রী মহোদয়কে জেলা পুলিশের একটি চৌকশ দল সার্কিট হাউজে সালামী প্রদান করেন। একটি চৌকশ নারী পুলিশ দল সার্বক্ষনিক পুলিশ প্রটেকশন প্রদান করেন।