সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ২২ মে ২০২৪, বুধবার বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান মহোদয় কুড়িগ্রাম সফর করেন। মাননীয় প্রধান বিচারপতির দিনব্যাপী নানা অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যরা প্রটেকশন ও প্রটোকল নিশ্চিত করেন।

মাননীয় প্রধান বিচারপতি কুড়িগ্রামের দাসিয়ারছড়া পরিদর্শন করে, যা পূর্বে একটি ছিটমহল ছিল। কুড়িগ্রাম সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা ও সালামী গ্রহন করেন। তিনি বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময়, কুড়িগ্রামে ন্যায়কুঞ্জের উদ্বোধন, উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন, বিজ্ঞ পিপি আব্রাহাম লিংকনের নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত, জেলা বার এসোসিয়েশন এর সাথে মতবিনিময় করেন।।

মাননীয় প্রধান বিচারপতির এই সফরে সফরসঙ্গী ছিলেন তার সুযোগ্য সহধর্মিণী।

হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান, লালমনিরহাট -৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান, কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য  বিপ্লব হাসান পলাশ সহ উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিনিয়র বিজ্ঞ জেলা ও দায়রা জজ  মোঃ আলমগীর কবীর, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সাথে সফরসঙ্গী হিসাবে ছিলেন আপীল বিভাগের রেজিষ্টার মোঃ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিষ্টার (বিচার) জনাব এস,কে,এম তোফায়েল হাসান ।

আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক এস, এম নূরুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আলমগীর কবির শিপন, জেলা আইনজীবি সমিতির সভাপতি জনাব অ্যাডভোকেট মোঃ খুরশীদ আলম মহোদয় সহ বারের বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং কুড়িগ্রাম আইন অংগনের বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ এবং জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃদ।

সম্পর্কিত