শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে তাপমাত্রা ৯ডিগ্রি হওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা

মিজানুর রহমান কুড়িগ্রামঃকুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। মাঘের শুরুতে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডায় স্কুলে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। এমন অবস্থায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রসাশন।কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা থাকলেও প্রতিষ্ঠানগুলো খোলা রেখেছে কর্তৃপক্ষ। ফলে কনকনে ঠান্ডায় স্কুলে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।কুড়িগ্রাম আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. নুর তাসনিম বলেন, খুব ঠান্ডা, স্কুলে যেতে কষ্ট হচ্ছে।শিশু নিকেতন কুড়িগ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. কামরুল ইসলাম বলেন, প্রচুর শীত আর ঠান্ডা। ঘুম থেকে উঠতে মন চায় না। এত ঠান্ডায় স্কুলে যেতে হাত-পা ঠান্ডা হয়ে যায়। ক্লাস করতে আমাদের কষ্টতো হবেই।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন বলেন, রাজারহাট আবহাওয়া অধিদপ্তরে লোক পাঠানো হয়েছে। ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিষয়টি নিশ্চিত হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হবে। কুড়িগ্রামে তীব্র শীতে তাপমাত্রা ৯ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা অফিসার’ এবং এসময় শিক্ষার্থীদের বাড়িতে বসে শিক্ষাক্রম চালিয়ে যেতে অনুরোধ করেছেন। কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিপাকে পড়েছেন জেলার সাধারণ মানুষজন। এ জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিগত দিনের তুলনায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। যা দিন দিন আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ সম্পর্কে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছেন বর্তমান তাপমাত্রা শিথিল হলেও পরবর্তীতে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে আজ কুড়িগ্রাম জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা অফিস। আজ সকাল ৬টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় একই তাপমাত্রা ছিল।বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র শীত আর বাতাসের আর্দ্রতার কারনে মানুষ খুব একটা বাইরে বের হয় নি। সড়কে যানবাহন চলাচলও অনেক কম। এই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন নিম্ন আয়ের মানুষ।এদিকে, তীব্র শীতের কারনে। কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো.সামছুল আলম বলেন’ আজ (বৃহস্পতিবার) ১৮জানুয়ারি জেলার সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৫দিন তাপমাত্রা আরো কমে ৮ ডিগ্রি সেলসিয়াসে আসতে পারে বলে আবহাওয়া অফিস থেকে তিনি জেনেছেন তিনি আরো জানান পরবর্তীতে তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াস এর বেশি হলে আমরা প্রতিষ্ঠানগুলো খোলার ঘোষণা দিব।

সম্পর্কিত