রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃআজ ৮ ফেব্রুয়ারি ২০২৪ কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম জেলার সকল উপজেলার অংশগ্রহণে জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্ট- ২০২৪ এর শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাইদ হাসান লোবান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসাইন সহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সদর উপজেলা বনাম ফুলবাড়ী উপজেলা। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন আগামীর সম্ভবনাময় কুড়িগ্রামকে সামনে এগিয়ে নিতে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় ক্রীড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশ এই ধরনের কার্যক্রমে সবসময় পাশে থাকবে।

সম্পর্কিত