বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৮ মে ২০২৪ রাত্রি আনুমানিক ০১.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর গোড়াই শ্যামপুরে রড়-সিমেন্টের গোডাউন ঘরের ভিতর থেকে একই গ্রামের মোঃ মিজানুর রহমান (৪০), মোঃ শহিদুল ইসলাম (৩৫), মোঃ রাশেদুল ইসলাম (৩৫), মোঃ চাঁন মিয়া (৩৭), মোঃ শহিদুল ইসলাম (৪৫), মোঃ জহুরুল হক (৫২), মোঃ আব্দুর রউফ (৩৫)’দেরকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সম্পর্কিত