বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে  ছেলেকে খাবার দিতে গিয়ে প্রাণ গেল বাবার

নিজস্ব প্রতিনিধিঃকুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদরাসা পড়ুয়া ছেলেকে খাবার দিতে এসে বাস চাপায় প্রাণ গেল মহিজউদ্দিন (৪০) নামের এক বাবার। ঘটনার পর পরেই রাস্তা অপরাধ করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নাগেশ্বরী উপজেলার ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের পাথারি মসজিদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহিজ উদ্দিন উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধরকার কুটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, উপজেলার মাদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসা ছাত্র নিহত মহিজ উদ্দিনের ছেলে। সকালে মহিজ উদ্দিন ছেলের জন্যে সকালের খাবার নিয়ে গিয়ে ছেলেকে দেন। পরে বাড়ি ফেরার পথে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের চাপায় তিনি ঘটনাস্থলে নিহত হন।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত