মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে কাল থেকে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

মিজানুর রহমান কুড়িগ্রামঃকুড়িগ্রাম ধরলাপাড়ে আল্লামা ফজলুল করীম (রহঃ)জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হ‌চ্ছে। বাংলা‌দেশ মুজা‌হিদ ক‌মি‌টির আয়োজনে তিন দিনব্যাপী এ ইজ‌তেমার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।বৃহস্প‌তিবার জোহ‌রের নামা‌জের পর প্রধান অতিথি মুফ‌তি সৈয়দ মুহাম্মদ রেজাউল ক‌রিম (পীর সা‌হেব চর‌মোনাই) এর বয়ানের মাধ্যমে ইজ‌তেমা উদ্বোধন কর‌বেন। আগামী রোববার ফজরের নামা‌জের পর আখেরি মোনাজা‌তের মধ্য দিয়ে ইজ‌তেমা শে‌ষ হওয়ার কথা রয়েছে।আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজ‌তেমা প্রাঙ্গণে তিন শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন।ইজ‌তেমার সদস্য সচিব মাওলানা আব্দুল মোমিন জানান, আগামীকাল বুধবার থে‌কেই ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। মুস‌ল্লি‌দের জন্য অজু ও গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগা‌রের ব্যবস্থা রাখা হয়ে‌ছে। আগত মুস‌ল্লি‌দের স্বাস্থ্য সেবায় ফ্রি মে‌ডিকেল চেকআপের ব্যবস্থা রাখা হ‌য়ে‌ছে। ইজতেমা এন্তেজামিয়া কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা মোস্তাফিজুর রহমান জানান, তিন দিনব্যাপী ইজতেমায় চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম ও অত্রমাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আঃ রহীম সাহেব সহ দেশ বরেণ্য আলেমগন ইজতেমায় বয়ান পেশ করবেন।কুড়িগ্রাম সদর থানা পুলিশের ওসি মাসুদুর রহমান জানান,ইজতেমা ময়দানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেজন্য সবসময় ইজতেমা ময়দান পুলিশের নজরদারিতে থাকবে।

সম্পর্কিত