রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান

নিজস্ব প্রতিবেদকঃকুড়িগ্রাম জেলায় আজ ঐতিহাসিক ৭ মার্চ ২০২৪ কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  আসাদুজ্জামান খান, এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য  মোঃ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য  সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য  মোঃ বিপ্লব হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের অতিরিক্ত আইজি পদে মোঃ আব্দুল বাতেন বিপিএম (বার), পিপিএম।

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশ সকাল ১১:৩০ ঘটিকা হতে দুপুর ০২:০০ ঘটিকা পর্যন্ত চলমান থাকে। কুড়িগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এর সকল সদস্য সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা/ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও সাংবাদিকবৃন্দ সহ প্রায় ১২ হাজার সম্মানিত নাগরিবৃন্দ উক্ত সমাবেশে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে উপস্থিত থেকে কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের সাথে সম্মিলিত সম্মিলিতভাবে কাজ করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।

সম্মানিত অতিথিবৃন্দ কুড়িগ্রামের নাগরিকদের ভুয়ষী প্রশংসা করেন এবং কুড়িগ্রাম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের কথা বলেন। স্মার্ট কুড়িগ্রাম অভিযাত্রায় জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ সকলের সম্মিলিত যুথবদ্ধতারও প্রশংসা করেন।

সম্পর্কিত